নির্বাচন যতই ঘনিয়ে আসছে মেহেরপুরের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে

রোকনুজ্জামান রাজা, মেহেরপুর প্রতিনিধি: নির্বাচন যতই ঘনিয়ে আসছে মেহেরপুরের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। তবে বিএনপি প্রার্থীর অভিযোগ প্রচরণার ক্ষেত্রে সব দলই সমান সুযোগ পাচ্ছেন। কিন্তু অব্যাহত রয়েছে ধরপাকড়। আওয়ামী লীগ প্রার্থীর দাবি সব দলের ক্ষেত্রে সমান সুযোগ রয়েছে।

এদিকে, মেহেরপুরে-১ আসনে ট্রামকার্ড হতে পারে নতুন ভোটার। কারণ এ আসনে রয়েছে নতুন ভোটার রয়েছে ২৪ হাজার। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সৎ যোগ্য ও দেশের উন্নয়নে যে প্রার্থী কাজ করবে, তাদেরই ভোট দিতে চান তারা।

নির্বাচনকে ঘিরে বিএনপি প্রার্থীর অভিযোগ, এখনও পুলিশের পক্ষ থেকে পুলিশি হয়রানি অব্যহত রয়েছে। তাই প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছেন না তারা।

এদিকে, আওয়ামী লীগ প্রার্থীর দাবি, বিএনপির অভিযোগ সত্য নয়। এখানে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। তাই বিপুল ভোটে জয়লাভ করবে আওয়ামী লীগ। মেহেরপুর-১ আসনে মোট ভোটার লাখ ৬৯ হাজার ৬০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৯৯৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৬১০ জন।