নৌকায় ভোট দিয়ে জনগন আগুন সন্ত্রাস নির্মূল করবে

অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া নন্দীগ্রামে জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানার বাইক বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ররিবার বিকেল ৫টায় স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এরপূর্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আগুন সন্ত্রাস নিমূল করবে। এ এলাকার মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা শফিউল আলম শফি, স্বপন চন্দ্র মহন্ত, রেজাউল আশরাফ জিন্নাহ, মুকুল হোসেন, মোরশেদুল বারী, শেখ শামিম, সোহেল রানা সোহাগ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহামুদ আশরাফ মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, সাধারন সম্পাদক আবু সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা আনন্দ কুমার, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের আহবায়ক তুহিন আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আবু তৌহিদ রাজিব ও খায়রুল ইসলাম সাহেদ প্রমূখ।

উল্লেখ্য গত শুক্রবার রাতে উপজেলার শিমলা বাজারে মহাজোট প্রার্থী রেজাউল করিম তানসেনের পক্ষে গণসংযোগ শেষে নন্দীগ্রামে ফেরার পথে পৌরসভার নামুইট এলাকায় পৌছিলে আওয়ামী লীগ নেতা রানার বাইক বহরে ধানের শীষের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারপিটসহ একটি বাইক পুড়িয়ে দেয়।