প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে : ইসমাত আরা সাদেক

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

দেশ আজ উন্নয়নের মহাসড়কে। একমাত্রআওয়ামীলীগ সরকারই পারে দেশের উন্নয়ন করতে। দেশের মানুষকে শান্তিতে রাখতে, নিরাপত্তা দিতে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকল ভোটারদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আমজেদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় পরচক্রা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকাপ্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, যশোর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপনকুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়রবিএম বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক রওশন আলী, আওয়ামীলীগ নেতাআব্দুল মান্নান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মুনুফা প্রমুখ।

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ ইসলাম, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর কোর্টের পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গৌতম কুমার রায়, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, শামছুদ্দিন দফাদার, মুস্তাফিজুর রহমান মুক্ত, শফিকুল ইসলাম মুকুল, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আব্দুস সোবহান পেশকার, যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, এ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফতেমা বেগম, পৌর কাউন্সিলর মফিজুররহমান খাঁন মফিজ, জামালউদ্দীন, মহিলা কাউন্সিলর মনিরা খানম, মেহেরুন্নেছা মেরী, মহিলা ইউপি সদস্য রেহেনা বেগম, সাগরিকা রত্ন, জুলি বেগম, ইউপি সদস্য আব্দুর রহিম, কামালহোসেন, ওলিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবু সাইদ লাভলু, উপজেলাকৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ দত্ত, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, সেলিম খান, জাহাঙ্গীর হোসেন, আজিজুর রহমান স্বপন, আবুল বাশার খান, মশিয়ার রহমান, নজরুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, কাজী মুজাহিদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের যুগ্নআহ্বায়ক জাকির হোসেন মুন্না, পলাশ মল্লিক, ইসমাত আরা সাদেকের মেয়ে নৌরীণ সাদেক, ছেলে তানভির সাদেক, ছাত্রলীগ নেতা আবু শাহিন, সবুজ হোসেন নীরবসহ আওয়ামীলীগেরঅঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।