ফিংড়ীতে প্রাইমারী স্কুলে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ প্রশাসনের হস্তক্ষেপ কামনা ফিংড়ীতে প্রাইমারী স্কুলে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে, বৃহস্পতিবার স্কুল ছুটির পর প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রতিদিনের ন্যায় বাড়ীতে চলে যান। কিন্তু জাতীয় পতাকাটি ঝুলতে থাকে পতাকার ষ্টান্ডে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখতে পেয়ে গনমাধ্যম কর্মীদের খবর দেয়। তৎক্ষনাত গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন বিজয়ের মাসেই সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাল সবুজের জাতীয় পতাকার অবমাননার দৃশ্য।

জাতীয় পতাকার প্রতি এমন অশ্রদ্ধা দেখে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হতে দেখা গেছে। জাতীয় পতাকা অবমাননার বিষয়ে জানতে চাইলে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নেছা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজকে আমি অফিসিয়াল ভাবে ছুটিতে নিয়েছিলাম। এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে শনিবারে স্কুলে উপস্থিত হয়ে আমি অফিসিয়াল ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর শিক্ষা অফিসার মনোতোষ কুমার দেবনাথ জানান, বিষয়টি আমার জানাছিলো না। শনিবার সরেজমিন ঘটনার তদন্ত পূর্বক অভিযুক্তের বিরুদ্ধে অফিসিয়াল ভাবে ব্যবস্থা নেওয়া হবে।