বরিশাল-১ জননেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়ঃ এমপি আবুল হাসানাত আবদুল্লাহ

মোঃ ইদ্রিস খান, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ গত রবিবার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভালুকশি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমীকলীগ সহ সভাপতি কাজী শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ নৌকা মার্কার সমথনে উঠান বৈঠকের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল-১ আসনের নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। তাই আপনারা উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোটে দিবেন। রাজাকার আলবদর যুদ্ধ অপরাধিকে ভোট দিবে না।

সভায় আরও বক্তব্য রাখেন, জনতা ব্যাংক সাবেক পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল জেলা পরিষদ চেয়াম্যান মইদুল ইসলাম, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রাজিহার ইফনিয়র আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন সরদার, কেন্দ্রীয় ছাত্রলীগনেতা এসএম রিয়াজ হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর সরদার, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুলীগনেতা কাজী আরিফ হেসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।

এসময় আওয়ামীলীগ ও সগযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।