বান্দরবানে প্রার্থীতা ফিরে পেল ইসলামী ঐক্যজোটের প্রার্থী

রিজভী রাহাত, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী ঐক্যজাট প্রার্থী মো. বাবুল হোসেন। শনিবার হাইকোর্টের রায় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এই প্রার্থী।

এই প্রার্থীকে নির্বাচনের প্রতীক মিনার (মসজিদের মিনার) মার্কা বুঝিয়ে দেন রিটার্নিং অফিসার। আয়কর রিটার্নের প্রয়োজনীয় কাগজ জমা না দেওয়ায় বাবুল হোসেনের মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখান থেকেও মনোনয়ন বাতিল হয় তার। পরে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ বলে রায় দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার পর শনিবার প্রার্থী বাবুল হোসেনের মনোনয়ন জমা নেওয়া হয় ও প্রতীক বুঝিয়ে দেওয়া হয়।

ইসলামী ঐক্যজোটের প্রার্থী বাবুল হোসেনকে নিয়ে বান্দরবানের ৩০০নং আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়াল চার-এ। অন্য তিনজন হলেন, আওয়ামী লীগের বীর বাহাদুর ঊশৈসিং, বিএনপির সাচিং প্রু জেরী ও ইসলামী আন্দোলনের শওকতুল ইসলাম।