বিএনপির এখন নির্বাচনী মূল অস্র গুজব-নৌমন্ত্রী

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-২ নির্বাচনী এলাকার আওয়ামীলীগ এর প্রার্থী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান শুক্রবার (২১ ডিসেম্বর) মাদারীপুরের এক নির্বাচনী আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, এখানে যে কোন দলের শান্তিপূর্ণ ভাবে কাজ করার সুযোগ রয়েছে। কাজ না করে বিএনপি এখন ব্যস্ত সময় পাড় করছে গুজব ছড়াতে। তাই বিএনপির এখন নির্বাচনী মূল অস্র গুজব। তারা গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

শাজাহান খান এসময় মাদারীপুরের জনগনকে তাদের থেকে সতর্ক থাকার আহবান জানান।

এদিকে বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য মাদারীপুর শহরের পুরানবাজার, বাদামতলা, বিসিক এলাকায় গতবুধবার দিনব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার সঙ্গে যারা নির্বাচনী কাজ করে তারা রাতে ঘরে ঘুমাতে পারে না। পোস্টার লাগাতে গেলে পুলিশ রাতে তাদের ধরে নিয়ে যায়।

তবে মিল্টন বৈদ্য যে এলাকায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিলেন, সে এলাকার স্থানীয় লোকজন বলছে, বিএনপির প্রার্থীরা এখানে শান্তিপূর্ন ভাবে কাজ করে চলে গেছে।