যশোর -৬ কেশবপুর আসনে নির্বাচন উপলক্ষ্যে টাঙানো নৌকা প্রতীক ভাংচুর

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর-০৬ কেশবপুর আসনে নির্বাচন উপলক্ষ্যে টাঙানো নৌকা প্রতীক কে বা কারা ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

এলাকবাসী জানান কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন আলতাপোল চারের মাথায় এলাহি মোড়লের দোকান ঘর সংলগ্ন প্রধান সড়কের ওপর টাঙানো নৌকা প্রতীক বৃহস্পতিবার রাতে কে বা কারা ভাংচুর করে ভাংচুরকৃত নৌকা প্রতীকটি বুড়িভদ্রা নদীর ধারে আবু বক্কর মোড়লের সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে।

এব্যাপারে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দীন গাজী জানান বৃহস্পতিবার রাতের আঁধারে কে বা কারা চারের মাথায় প্রধান সড়কের ওপর টাঙানো নৌকা প্রতীকটি ভাংচুর করে বুড়িভদ্রা নদীর ধারে আবু বক্কর মোড়লের সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়।

সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কবীর হোসেন জানান, চারের মাথায় রাস্তার ওপর টাঙানো নৌকা প্রতীকটি কে বা কারা ভাংচুর করেছে বলে শুনেছি।

নৌকা প্রতীক ভাংচুর করার ঘটনাটি প্রশাসনকে অবহিত করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন নৌকা প্রতীক ভাংচুরের ঘটনায় কেউ অভিযোগ করিনি। মৌখিকভাবে বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।