শরীয়তপুর তিন আসনে জাতীয় সংসদ নির্বাচনী ফলাফল ঘোষণা, বিজয় নৌকার

এস.এম.স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধিঃ ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয় কোন কেন্দ্রে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু ২,৭২,৯৩৪ (দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শ চোউত্রিশ) ভোট পেয়ে প্রথম স্থান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ তোফায়েল আহমেদ হাতপাখায় পেয়েছেন (১৪২৭) চৌদ্দশ সাতাশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর সরদার নাসির উদ্দিন কালু ১০৫৪ (এক হাজার চুয়ান্ন) ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। শরীয়তপুর ১ আসনে মোট ভোটার ২৯৬০১৯ ( দুই লক্ষ ছিয়ানব্বই হাজার উনিশ) জন কেন্দ্রের সংখ্যা ১১৮ টি।

শরীয়তপুর-২ (নড়িয়া -সখিপুর) বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকার প্রার্থী একে এম এনামুল হক শামীম ২৭২৩৮১ (দুই লক্ষ বাহাত্তর হাজার তিনশত এক আশি) ভোট পেয়ে প্রথম স্থান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর শফিকুর রহমান কিরণ ২২১৫ (দুই হাজার দুইশত পনের) ভোট পেয়ে দ্বিতীয় স্থানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফেজ মাওলানা শওকত আলী হাতপাখা মার্কায় ১৩১৪(তেরোশ চৌদ্দ) ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। শরীয়তপুর ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩১০৩৪৩ (তিন লক্ষ দশ হাজার তিনশত তেতাল্লিশ) জন কেন্দ্র সংখ্যা ১৩২ টি।

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা- গোসাইরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাহিম রাজ্জাক ২৭২০১৮ (দুই লক্ষ বাহাত্তর হাজার আঠারো) ভোট পেয়ে প্রথম স্থান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোহাম্মদ হানিফ মিয়া হাতপাখা মার্কায় ভোট পেয়েছেন ২৭৪৬ (দুই হাজার সাতশ) ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর মিয়া নুরুদ্দিন অপু ধানের শীষ প্রতীকে ২৬৬৪ (ছাব্বিশত চৌষট্টি) ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শরীয়তপুর ৩ আসনে মোট ভোটার সংখ্যা ২৫৫২৯৫ (দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুইশ পঁচানব্বই) ভোটকেন্দ্রের সংখ্যা ৬১টি।