চলতি বিপিএলের ষষ্ঠ আসরের প্লে-অফ পর্ব এরই মধ্যে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। কিন্তু প্লে-অফ পর্বে মাঠে নামার আগে দুঃসংবাদ পেতে হয়েছে দলকে। ইনজুরির কারণে দেশে ফিরে যাচ্ছেন রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।
চলতি বিপিএলে দারুণ ছন্দে ছিলেন হেলস। এবারের আসরে রংপুরের হয়ে ৮টি ম্যাচ খেলে দুইটি অর্ধশতক ও একটি শতকে তিনি মোট ৩০৪ রান করেছেন। কিন্তু ইনজুরিতে পড়ে এবার দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।
অন্যদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন রংপুরের হয়ে এবারের বিপিএলে প্রথমবারের মত খেলতে আসা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এই দুই জনের চলে যাওয়ায় বেশ ঝামেলায় পোহাতে হয়েছে রংপুরকে।
এদিকে স্বস্তির খবর হল ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। রাজশাহীর বিপক্ষে রংপুরের সর্বশেষ ম্যাচে বল করতে গিয়ে কাঁধে চোট পান তিনি। চলতি বিপিএলের দারুণ বোলিং করছেন শফিউল। যার ফলে তার ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ছিল রংপুর।
তবে ইনজুরি কাটিয়ে ফেরার দিকেই আছেন শফিউল। রংপুর কোচ টম মুডি বলেন, ‘শফিউল ঠিক হয়ে যাবে। ওর চোটের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’