আরিফুলের নতুন গাড়ি, উচ্ছ্বসিত স্ত্রী

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের মিডল অর্ডারে অনেকদিন ধরে আলোচনায় ছিল আরিফুল হকের নাম। কিন্তু চলমান (বিপিএল) সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের এই ব্যাটিং অলরাউন্ডার। এদিকে ১১ ম্যাচে ডানহাতি এই ব্যাটসম্যান করেছেন ১৩৪ রান। এবারের আসরে তার সর্বোচ্চ ইনিংসটি ২৬ রানের। তাছাড়া বল হাতেও কিছু করতে পারেননি এই অলরাউন্ডার।

এদিকে বিপিএলে ব্যাটে-বলে নজর কাড়তে না পারলেও নতুন গাড়ি কিনে নজর কেড়েছেন আরিফুল। নতুন গাড়ি পেয়ে বেশ উচ্ছ্বসিত আরিফুলের স্ত্রী সিফাত তাসনিম। সেই উচ্ছ্বাসের জানান দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে নতুন গাড়িসহ ছবি পোস্ট করেছেন আরিফুলের স্ত্রী।

এ সময় ছবিতে দেখা যায়, হোন্ডার সিভিক মডেলের গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আরিফুল-সিফাত দম্পতি। এদিকে ছবির ক্যাপশনে আরিফুলের স্ত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা হোন্ডা সিভিক মডেলের নতুন গাড়িটি নিয়ে এসেছি। অনেকদিন ধরে লালিত স্বপ্ন অবশেষে সত্যি হলো। আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে আরিফুলের দল খুলনা টাইটান্সও বিপিএলে কিছু করতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে খুলনার। ১১ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে সর্বশেষ দুই আসরেই শেষ চারে খেলা খুলনা টাইটান্স।