রেজওয়ান কবির রনি, রংপুর প্রতিনিধি: আলোচিত অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলার রায় ২৯ জানুয়ারি ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
এর আগে সোমবার (২১ জানুয়ারি) সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক রায়ের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক এবং তাকে সহযোগিতা করেন শাহ মো. নয়ন্নুর রহমান টফি, অ্যাডভোকেট উৎপল আদনান ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তুহিন, অ্যাডভোকেট ফিরোজ কবির গুঞ্জনসহ অর্ধশতাধিক আইনজীবী।
অপরদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বসুনিয়া মো. আরিফুল ইসলাম স্বপন। যুক্তিতর্ক শুরুর আগে কড়া পুলিশী পাহারার মধ্য দিয়ে এই হত্যা মামলার একমাত্র বেঁচে থাকা আসামি আইনজীবী বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার দীপাকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৯শে মার্চ স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন আইনজীবী ও আওয়ামীলীগ নেতা বাবুসোনা। এঘটনায় পুলিশ বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দিপা, প্রেমিক শিক্ষক কামরুল ইসলাম, বাবুসোনার সহকারী মিলন মোহন্ত, ছাত্র মোল্লাপাড়া এলাকার সবুজ ইসলাম ও রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে। কিন্তু কারাবন্দী অবস্থায় মিলন মহন্ত ও কামরুল ইসলামের মৃত্যু হয়।