আশুলিয়ায় নতুন বছরে নতুন বই বিতরণ

আনোয়ার সুলতান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সারা দেশের মতো আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে আশুলিয়ার শিল্পাঞ্চলের গাজীরচট এলাকার এ.এম স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক মুন্সী। ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীর প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

এছাড়াও সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানেও নতুন বই দেওয়া হয়েছে। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরাও খুশি।

এসময় বই উৎসবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মো. আবু সায়েম, পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদ, আব্দুস সামাদ, পরিচালনা কমিটির কো-অপট সদস্য আলহাজ ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগন।