অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষ ২০১৯ উদযাপন উপলক্ষে শ্যামনগর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ ১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের নেতৃত্বে, আনন্দ র্যালি টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বেরিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে মিলিত হয়।
এসময় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান বৃন্দ।