চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩০ মে। ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের।
আর আসন্ন এই বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ও ভারতকে ফেভারিট মনে করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে বিশ্বকাপ জয়ের কথা মাথায় রেখেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে সব দলের উপর চাপ থাকবে। তবে দক্ষিণ আফ্রিকা দল বাড়তি চাপে থাকবে বলেই মনে করছেন ডু প্লেসিস।
এ প্রসঙ্গে তিনি, ‘ইংল্যান্ড বিশ্বকাপে আমার মতে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত ফেভারিট। আর তাই বাড়তি কোনো চাপ না নিয়েই বিশ্বকাপে যাওয়া উচিত দক্ষিণ আফ্রিকার। তবে যখন আইসিসির টুর্নামেন্ট আসে তখন সব দলের উপর চাপ থাকে। তবে আমাদের উপর চাপ বেশিই থাকে।’