লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ, প্রবীন শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় আব্দুস সামাদ (বিএসসি) সামাদ স্যার আর নেই।
বুধবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য তার চিরচেনা কর্মস্থল ইসলামপুরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান নেকজাহান সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রাখা হয়। সেখানে অসংখ্য ছাত্র ও সর্বস্তরের মানুষ প্রবীন এই শিক্ষা গুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখানে জানাজা শেষে বুধবার বাদ আসর উপজেলার প্রার্থী ইউনিয়নের নিজ বাড়িতে দাফন করা হয়।
এক সময়ে স্কুল শিক্ষক থেকে তিনি রাজনীতিতে এসে ইসলামপুর উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এক স্কুল শিক্ষক তার গুণাবলি দিয়ে এক সময় সর্বস্তরের মানুষের সামাদ স্যার নামে খ্যাতি অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি প্রথমে বিএনপি পরে জাতীয় পার্টি ও শেষ জীবনে আবারো বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
মেধাবী ও গুণি এ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র ও জেলা আ‘লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর মেয়র শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড.নাছের বাবুল, মাকছুদুর রহমান আনছারী ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি খাদেমুল বাবুল, জেলা প্রেসক্লাবের সদস্য লিয়াকত হোসাইন লায়নসহ বিভিন্ন রাজনৈতিক দল/সামাজিক-সাংস্কৃতিক সংগঠন/শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।