ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে শোয়াইব নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর দক্ষিণপাড়া গ্রামের নোহেলের ৩ বছরের শিশু পুত্র শোয়াইব রোববার দুপুর থেকে নিখোঁজ হয়।

পরে সোমবার বাড়ির পাশের বিল থেকে স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, শিশু শোয়াইব রোববার দুপুর নিখোঁজ হওয়া পর অনেক খোঁজাখুজির পর সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের বয়শা বিলে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

পরে স্বজনরা শোয়াইবের মৃতদেহ উদ্ধার করে। চরপুটিমারী ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাষ্টার পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।