একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৩০ জানুয়ালি) জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে। ২০১৩ সালের ৩০ এপ্রিল ড. শিরীন শারমিন প্রথমবারের মতো নারী স্পিকার হিসেবে দায়িত্ব পান। ১৩তম স্পিকার হিসাবে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে নিজের নাম লেখান ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের স্বাগত অধিবেশনেই আবারও স্পিকার হিসাবে নির্বাচিত হন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তা সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন।
প্রস্তাবটি ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা। ড. শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ বিকেল ৩টায় দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।
এছাড়া একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ নির্ধারণ করা হয়েছে। সরকারি দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন নূর-ই-আলম চৌধুরী লিটন। মন্ত্রীর পদমর্যাদায় প্রধান হুইপের দায়িত্ব পাওয়া লিটন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য।
আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ছয়জনকে হুইপ নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন—শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ টি আসনে জয় লাভ করেন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৮ টি আসন। মহাজোটের এমপিরা শপথ নিলেও এখনও শপথ নেননি ঐক্যফ্রন্টের ৮ এমপি।