মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: (১৩ জানুয়ারি), চুয়াডাঙ্গায় যোগদানের পর যিনি তার মহৎ কর্মের মাধ্যমে সাধারন মানুষের কাছে আসতে পেরেছেন তিনি আর কেউ নন নবাগত জেলা প্রশাসক জনাব গোপাল চন্দ্র দাস।
জানা গেছে, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ধারাবাহিক ভাবে আর্তপীড়িত অসহায় মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরনী কার্যক্রম পরিচালনা করে চলেছেন।
রোববার বিকালে জীবননগর উপজেলার হাসাদাহ সিনিয়র আলিম মাদরাসা লিল্লাহ বোডিং ও এতিম খানায় এতিম শিশুদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
এসময় ৭৫ জন এতিম শিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, মাদরাসা সুপার আক্তারুজ্জামান প্রমুখ।