গত রবিবার টিএসসি মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামান (টিএসসি) তে খাবারের দাম নিয়ে বক্তব্য দেন, আর তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি বলেন, ‘মাত্র ১০ টাকায় এককাপ চা, একটি শিঙাড়া, একটি চপ এবং একটি সমুচা পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে।’
এ সময় তিনি আরও বলেন, ‘তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না ১০ টাকায়, ১০ টাকায় এক কাপ চা, একটি শিঙাড়া, একটি চপ এবং একটি সমুচা, ১০ টাকায় পাওয়া যায় বাংলাদেশে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী; তাহলে এটি গিনেস বুকে রেকর্ড হবে।’
এ সময় ভিসি আখতারুজ্জামান বলেন, ‘১০ টাকায় এক কাপ চা, গরম পানিও তো ১০ টাকায় পাওয়া যাবে না রাস্তায়। ১০ টাকায় এক কাপ চা, একটি শিঙাড়া, একটি সমুচা এবং একটি চপ-এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।’
তার দেয়া বক্তব্যের ওই অংশের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন বিভিন্ন ব্যক্তি। এ সময় ভিসি শিক্ষার্থীদের সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।