চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ই ফেব্রুয়ারি। ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল আসর। আর এবারের আসরের ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
তিনি আগামী ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এবং বিপিএলের ম্যাচ দেখবেন। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিসিবি সভাপতি তাঁকে (শশাঙ্ক মনোহর) বিপিএলের ফাইনাল ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন বিপিএলের ফাইনালের জন্য।’
তিনি আরো বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এতো বড় একজন শ্রদ্ধেয় ব্যক্তি আসছেন বিপিএলের ফাইনাল ম্যাচ দেখতে এর চেয়ে বড় চাওয়া আর কি আছে।’