একটি যৌতুকের মামলায় পুলিশ কর্মকর্তাকে চার বছরের কারাদণ্ড প্রদান করেছেন মাদারীপুরের একটি আদালত। সেই সঙ্গে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
আজ সোমবার দুপুরে সিনিয়র বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ হোসেন এই রায় প্রদান করেন।
মামলার সূত্রে থেকে জানা গেছে, ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি সূত্রাপুর থানার এসআই মাহিদুর রহমান সুমন মাদারীপুর শহরে বাড়ি তৈরির জন্য স্ত্রী শিখা আক্তারের বাবার কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জোর করে।
এর আগে বিয়ের সময় ৮ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ শিখা আক্তারকে তার বাবা সুমনের সাথে বিয়ে দেন। সুমনের দাবি করা যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শিখাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সুমনের পরিবার।
এর পরে শিখা আক্তার সুমনসহ ৫ জনকে আসামি করে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।