এমপি দুর্জয়কে নারী নেতৃবৃন্দের অভিনন্দন

মোল্লা আজাদ, মানিকগঞ্জ প্রতিনিধি: রাজনৈতিক দুরদর্শিতা, দলীয় পতাকা রক্ষায় সাংগঠনিক তৎপরতায় বিশেষ ভূমিকা, ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানোন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এলাকার উন্নয়ন ও মানিকগঞ্জ পশ্চিমাঞ্চলকে আধুনিক শহরে রূপান্তরিক করার পরিকল্পনা বাস্তবায়নসহ বিপুল ভোটের ব্যবধানে মানিকগঞ্জ-১ আসনে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিশ্ব বরেণ্য সাবেক ক্রিকেটার, বিসিবি’র পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-ঢাকা মহানগর দক্ষিন মহিলা আওয়ামী লীগের নারী নেতৃবৃন্দদ্বয়।

বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের অফিস কক্ষে নারী নেতৃবৃন্দদ্বয় নব-নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহনের পর ফুলের তোড়া দিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ঢাকা মহানগর দক্ষিন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিপি জামান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লাভলী রহমান, কুলসুম আরা বেগম শিল্পী, কেয়া চৌধুরী, তানজিলা হক চৈতীসহ ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দদ্বয় ও নির্বাচনী এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় দুর্জয় বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে এবং দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশের শান্তিপ্রিয় সাধারন মানুষ স্বাধীনতার নৌকাকে বিজয়ী করেছে। এ বিজয় দেশকে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে রূপান্তর করতে সহায়ক হইবে।

তিনি জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করায় এলাকার নেতাকর্মীসহ সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।