মুহম্মদ তাহজীবুল আনাম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের এবিসি ঘোনার বাসিন্দা জাহাঙ্গীর আলম ওরফে ইয়াবা জাহাঙ্গীরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জানুয়ারি) ভোরে উত্তরণ গৃহায়ন এলাকায় স্থানীয় লোকজন জাহাঙ্গীরের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর একই এলকার ফরিদুল আলমের পুত্র। ৮ জানুয়ারি, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে অপরিচিত কিছু লোকজন ইয়াবা জাহাঙ্গীরকে এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটা এলাকা তুলে নিয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছেন।