চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের গ্রুপ পর্বের ১২টি ম্যাচ এরই মধ্যে শেষ করেছে রাজশাহী কিংস। এবারের আসরে যেন ব্যাট হাসতেই চাচ্ছে না সৌম্য সরকারের। রান খরায় থাকার কারণে রাজশাহী গ্রুপ পর্বের ১২টি ম্যাচ খেললেও ৩ ম্যাচে জায়গা হয়নি সৌম্যের। তবে এরপরেও অধিনায়ক মিরাজ জানিয়েছিলেন নিজের সেরা পজিশন ওপেনিংয়েই খেলবেন সৌম্য।
গত ২৬ জানুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে মিরাজ বলেছিলেন, ‘আমরা সবাই জানি সৌম্য ভাই কেমন ব্যাটসম্যান। উনি যদি নিজের খেলাটা খেলতে পারেন তাহলে কিন্তু প্রতিপক্ষ সেদিন দাঁড়াতে পারবে না। চিটাগংয়ের বিপক্ষে হয়ত বেশি রান করতে পারেননি কিন্তু ভালো ব্যাটিং করেছেন। আমাদের বাকি দুই ম্যাচেও তিনি ওপেন করবেন। তার কাছ থেকে সেরাটাই পেতে চাই আমরা।’
সেই ম্যাচে ২০ বলে ২৬ রান করেছিলেন সৌম্য। এরপর গত ২৯ জানুয়ারি রংপুরের বিপক্ষেও ওপেন করেছিলেন সৌম্য। সেদিন তিনি ১৬ বলে ১৪ রান করেছিলেন। এদিকে রাজশাহীর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওপেনিংয়ে দেখা যায়নি সৌম্যকে। এদিন সৌম্য নেমেছিলেন ৭ নম্বরে। সৌম্যকে ওপেন করানোর কথা দিয়েও রাখেননি মিরাজ।
তবে এর ব্যাখ্যাও দিয়েছেন মিরাজ। মূলত টিম ম্যানেজম্যান্টের কারণেই সৌম্যের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। পেছনে খেলানোটাও দলীয় সিদ্ধান্ত।’