আবু হানিফ, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ১৬২নং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের নির্বাচনে মোট পাঁচ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি (নৌকা), বিএনপি প্রার্থী মো. রেজাউল করিম খান চুন্নু (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী মো. এনামুল হক (কাস্তে), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মুহ. আবদুর রহমান অ্যাডভোকেট (তারা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মহিউদ্দিন (হাতপাখা)।
তবে এই আসনের জেএসডি প্রার্থী মুহ. আবদুর রহমান অ্যাডভোকেট আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মোট ভোটার ছিলেন ৪লাখ ৩০হাজার ১৯৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৬৬টি। নির্বাচনে মোট ৩লাখ ৪২হাজার ৩৬২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৩৩৩৪টি ভোট বাতিল হয়ে যায়। বাকি ৩লাখ ৩৯হাজার ২৮ ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম ২লাখ ৬০হাজার ৪৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন ৭১হাজার ৭৩৩ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মহিউদ্দিন ৬ হাজার ১৪৯ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী মো. এনামুল হক ৫৫২ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মুহ. আবদুর রহমান অ্যাডভোকেট ১২৪ ভোট পেয়েছেন।