রুহুল সরকার, রাজীবপুর ও রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহাটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এস এ বাবুল ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।
নির্বাচনের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার প্রমূখ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাব’র সাবেক সভাপতি সাজেদুর রহমান মন্ডল (চাঁদ)।