কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৫

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ২ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় চিকিৎসা নিয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার জাহানপুর গ্রামের মৃত পঞ্চানন দাসের ছেলে দিলীপ দাসের সাথে প্রতিবেশী অবনী দাসের ছেলে সঞ্জয় দাসের বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন দিলীপ দাস(৩৫), তার স্ত্রী পুস্প দাস (২৬), সঞ্জয় দাস (২১), সুজিত দাস (২৬), রিপতি দাস (৪৫)। এর মধ্যে দিলীপ দাস ও তার স্ত্রী পুস্প দাসউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে উভয় পক্ষরা জানান।