আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: কেশবপুরে বিদ্যাপাঠ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে ৩৫ জন শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কেশবপুর শহরের সাহাপাড়া কালীমন্দির প্রাঙ্গণে বাবু রনজিৎ সাহার সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষক মনোজ বসুর সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ দত্ত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক বাবু দুলাল কৃষ্ণ বিশ্বাস।
বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সুপ্রিয়া সাহা, অভিভাবক সরোজিত সাহাসহ শিশুদের অভিভাবকবৃন্দরা।