কেশবপুরে সম্ভাব্য ভাইস চেয়ারম্যানপ্রার্থী সাংবাদিক সাঈদের গণসংযোগ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: আগামী কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা সাংবাদিক এস আর সাঈদ পৌরসভা ও বিদ্যানন্দকাটি ইউনিয়নে গণসংযোগ করেছেন।

রবিবার সকালে পৌর এলাকায় গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদসহ যুবলীগের নেতৃবৃন্দ।

শনিবার বিকালে তেঘরীতে গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন-সহ দলীয় নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় ভান্ডারখোলা বাজারে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জিএম হাফিজুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষক লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমর ঘোষ, আঃ কাদের, শহিদুল ইসলাম, রওশন বিশ্বাস, শাহাজাহান, পলাশ রহমান, আনিসুর রহমান প্রমুখ।