দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিভিন্ন অনাথ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন: নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি
২১ জানুয়ারী ২০১৯ খ্রি: সোমবার সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি জেলা সদরে দীঘিনালা রোড প্রতাপ কার্বারী পাড়ায় খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রম অঙ্গনে ব্যক্তিগত অর্থায়নে খাগড়াছড়িতে বিভিন্ন অনাথ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব, বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি মহোদয়।
বিতরণ কালে, চেয়ারম্যান মহোদয় ও তাঁর সহধর্মীনি বিভিন্ন আশ্রম থেকে আগত অনাথ শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করে এবং তাদের সাথে কথা বলেন। পরে রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃক পরিচালিত বিবেকানন্দ স্টুডেন্টস্ হোম ও বিদ্যানিকেতন, চম্পাঘাট শিশু সদন, তঙহাম ছাত্রাবাস, শ্রী মা সারদা দেবী ছাত্রী নিবাস ও বিয়ারৗং অনাথ আশ্রমের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করেন।
এ সময় তিনি বিবেকানন্দ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার জন্য বিভিন্ন ক্রীড়াসামগ্রী দেওয়ার প্রতিশ্রতি দেন এবং সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহোদয়ের সহধর্মীনি শ্রীমতি অনামিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব তরুণ কান্তি ঘোষ, উন্নয়ন বোর্ডের পরিকল্পনা শাখার সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শ্রী সমর কৃষ্ণ চক্রবর্তী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক বাবু মথুরা বিকাশ ত্রিপুরা, রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরা, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বিবেকানন্দ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্লাবন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরাসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সেবাশ্রম কমিটির সদস্যবৃন্দ, ভক্তমন্ডলী ও শুভাকাঙ্খীবৃন্দ।