মাহামুদুল হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপামডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ২০১৯ সালের বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ মো: রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, সহকারী কমিশনার (ভুমি) সুহৃদ সালেহীন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির, উপজেলা শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বিশ্বের ইতিহাসে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তা বিশ্বে বিরল। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে সমৃদ্ধ করার কাজে ভূমিকা পালন করেছে, তা জাতি চিরদিন স্মরণ করবে। তিনি সকল শিক্ষার্থীদের বই উৎসবে উপস্থিত থাকতে পেরে সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশকে মর্যাদার আসনে স্থান করার জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে বই বিতরণ করে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা বাঙ্গালীজাতি চিরদিন স্মরণ করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন বইনিয়ে লেখাপড়া করে নিজের অবস্থান তৈরি করা এবং দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সকলকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বই উৎসবে উপস্থিত ছিল। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।