নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচটি ছিল রোহিত শর্মার ২০০তম ম্যাচ। আর এই ম্যাচেই কিনা ভারতের সঙ্গী হল লজ্জার হার।
নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচটি ছিল শুভম্যান গিলের অভিষেক ম্যাচ। ভারতের তরুণ এই তারকার অভিষেক ম্যাচে ভারতের সঙ্গী হল লজ্জার হার।
ভারত আজ চতুর্থ ওয়ানডে ম্যাচে মাত্র ৯২ রানে অল আউট হয়েছে যা ভারতের ৭ম সর্বনিন্ম রান ওয়ানডেতে। ভারতের সর্বনিন্ম রান ৫৪ যা করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালে।
সিডনিতে অস্ট্রেলিয়ার সাথে করেছিল ৬৩ রান। কানপুরে শ্রীলঙ্কার বিপক্ষেই ১৯৮৬ সালে করেছিল ৭৮ রান। ১৯৭৮ সালে শিয়ালকোটে পাকিস্তানের বিপক্ষে ৭৯ রান করেছিল ভারত।
২০১০ সালে ডাম্বুলাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৮ রান করেছিল ভারত। আর ৬ষ্ঠ সর্বনিন্ম রান ছিল ৯১ যা করেছিল ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে।