নাজমুল হাসান নাহিদ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে পুর্ববিরোধের জেরধরে উপজেলার মশিন্দা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি মোজাম্মেল হক মন্ডল (৬০) কে মারধর করার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার নবীন-বরণ অনুষ্ঠানে তাকে মারধর করা হয়। আহত মোজাম্মেলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রবিউল করিম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন মোজাম্মেল মন্ডলের মাথায়, কপাল ও বাম চোখের নিচে জখমের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
ওই ঘটনায় প্রতিবেশি মো. আক্কাছ আলী মোল্লা, ছেলে নাহিদ মোল্লা, ভাই মো. আসাদ মোল্লা, মো. আশরাফুল মোল্লা, মো. খালেক মোল্লাসহ ৯জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মোজাম্মেল হক মন্ডল নিজে বাদি হয়ে থানায় ওই অভিযোগ দেন। এঁরা সকলেই ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন মোজাম্মেলহ হক বলেন, অভিযুক্তদের সাথে পুর্ববিরোধ ছিল। গতকাল শিকারপুর রাশিদিয়া মাদরাসা মাদরাসায় নবীন-বরনের অনুষ্ঠান হচ্ছিল। তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সুযোগ বুঝে অভিযুক্তরা তাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ন্যায়বিচার পেতে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযুক্তদের একজন নাহিদ হোসেন দাবি করেন, কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। তিনিও আহত হয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে আপোস করে নিবেন তারা।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোজাম্মেল হক মন্ডলের দলীয় পদটি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সংগঠনটি সহযোগীতা করা হবে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।