আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল ৯ জানুয়ারী বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল হক ও এসআই জাকিরুলের নেতৃত্বে পুলিশের ১টি টিম গোবিন্দগঞ্জ থানাধীন রাজাহার ইউপির দোঘরিয়া গোপালপুল এলাকা হতে ইয়াবা ব্যবসায়ী ১। হারুনুর রশিদ(৩৪) ও ২। শহিদুল(৩৫) কে আটক করে।
গ্রেফতারকৃত ১। হারুনুর রশিদ(৩৪) গোবিন্দগঞ্জ উপজেলার দোঘরিয়া গ্রামের মৃতশাহাদাৎ হোসেনের ছেলে, ২। শহিদুল(৩৫) গোপালপুর গ্রামের লোকমান ফকিরের ছেল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহদী হাসান জানান, উদ্ধার কৃতইয়াবার মুল্য ৭৫০০০/= টাকা। আসামী হারুনের বিরুদ্ধে আদালতে একটি মামলা বিচারাধীন আছে। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মাদক মামলা রুজু করা হয়েছে।