আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ বিশিষ্ট কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাংবাদিকদের মতবিনিময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশন কার্যালয়ে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ এর অবঃ মহাব্যবস্থাপক (কৃষি) বিশিষ্ট কৃষিবিদ নিতাই চন্দ্র রায় সাংবাদিক সাথে এক মতবিনিময় করেছেন।
গতকাল ৯ জানুয়ারী বুধবার রাতে সাংবাদিক এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাসোসিয়েশনের উপদেষ্টা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি প্যানেল মেয়র ২ রিমন কুমার তালুকদার, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভির গাইবান্ধা ২ প্রতিনিধি মাহমুদ খানের সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির গোবিন্দগঞ্জ প্রতিনিধি উজ্জল হক প্রধান, সাংবাদিক সাগর, সাংবাদিক মশিউর রহমান বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনি কমিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব কৃষিবিদ নিতাই চন্দ্র জাতীয় দৈনিক যুগান্তর, যায়যায় দিন, ভোরের কাগজ, প্রতিদিনের সংবাদ, আজকালের খবর, বনিক বার্তাসহ বেশ কিছু পত্রিকায় কলাম লেখেন। তিনি গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের এ্যাকটিভিটিসে স্বন্তস প্রকাশ করে ময়মনসিংহ এর ত্রিশাল থেকে এসে এ মতবিনিময় করেন।