মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় গোয়ালডাঙ্গা বাজারে এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এজেন্ট শাখা পরিচালক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আল-আরাফাহ খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ মনজুর হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এ্যাসিস্ট্যান্টভাইস প্রেসিডেন্ট ময়নাল হোসেন, সাতক্ষীরা জেলা শাখা ব্যবস্থাপক এম এসমাসরুর রহমান মোড়ল, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আওয়ামীলীগনেতা আব্দুর রহমান ফকির, আব্দুল হান্নান মন্টু সরদার, প্রধান শিক্ষক সুশান্ত মন্ডল প্রমূখ। শাখাটি এখন থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সকল সুবিধা গ্রাহকদের দিয়ে যাবে বলে জানান বক্তারা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলেমান হোসেন।