জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধিঃ সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি ওসমান খানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে সাড়ে ৫টায় সরাইপাড়া এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান।
গ্রেফতার হওয়া ওসমান খান নিহত মহিউদ্দিন সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। তিনি চট্টগ্রাম মহানগর জাতীয়পার্টির সহ সভাপতি।
আশিকুর রহমান জানান, মহিউদ্দিন সোহেল মৃত্যুর ঘটনায় থানায় ২৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহত সোহেলের ভাই শিশির। গ্রেফতার হওয়া ওসমান এই মামলার এজাহারনামী আসামি। গতকাল বিকেলে তাকে গ্রেফতার করা হয়।