৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। শিল্পীদের এবারের বনভোজনের স্থান ঠিক করা হয়েছে গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে। এদিকে প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে থাকছে বনভোজনে। শিল্পীদের এই বনভোজনে গরু উপহার দিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
আগামীকাল ৩০ জানুয়ারি রোজ বুধবার শিল্পীদের এ মিলন মেলায় নানা গানে মঞ্চ মাতাবেন শিল্পীরা। বনভোজনে থাকছে নানা পদের বাহারি খাবার। শিল্পীদের ভোজনের জন্যই শিল্পী সমিতিতে গরু উপহার হিসেবে দিয়েছেন ডিপজল। এদিকে আজ মঙ্গলবার বিএফডিসিতে শিল্পী সমিতির সামনে দাঁড় করানো লাল ও কালো রঙের দুটি গরু। খোঁজ নিয়ে জানা গেলো এই দুটিই গরুই ডিপজলের দেয়া।
এ ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই আমাদের অভিভাবক। শুরু থেকেই তাকে পাশে পাচ্ছি। শিল্পী সমিতির সব ধরনের সংকট সময়ে তিনি পাশে থাকেন। এগিয়ে আসেন। এবারের পিকনিকে তিনি দুটি গরু উপহার দিয়েছেন আমাদের। শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ।’