চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে আজ ৩০ জানুয়ারি রোজ বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।
এদিকে ঢাকা ডায়নামাইটসের একাদশে তেমন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এর জন্য আগেই একাদশ নিয়েই মাঠে নামতে পারে ঢাকা ডায়নামাইটস। এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬-৩০ মিনিটে।
ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ: সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, কাজী অনিক, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, শাহাদত হোসেন, রুবেল হোসেন।