জেলা মহিলা যুবলীগের পক্ষ থেকে প্রতিমন্ত্রী স্বপনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

আজিজুর রহমান / সোহানা ফেরদৌসি সুইটি: যশোর-৫ সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়নও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে শুক্রবার সকালে যশোর সার্কিট হাউজে জেলা মহিলা যুবলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহিলা যুবলীগের নেতৃবৃন্দরা।

ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনে উপস্থিত ছিলেন জেলা মহিলা যুবলীগের সভাপতি মনজুন্নাহার নাজনীন সোনালী, মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিনি খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহানা পারভিন ছন্দা, সোহানা ফেরদৌসি সুইটি, পপি ইসলাম, স্বপ্না মুক্তারি, জুলেখা, শিমুল বেগমসহ মহিলা যুবলীগের সকল নেতৃবৃন্দ।