জয়পুরহাটে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৪

এস.ডি সাগর, জয়পুরহাট প্রতিনিধিঃ ৯ জানুয়ারী জয়পুরহাট সদর উপজেলার সিমেন্ট ফ্যাক্টরী মাঠের দক্ষিণ-পশ্চিম কর্ণার সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

সাজু আহম্মেদ সদর উপজেলার চকগোপাল (গাড়ীয়া) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

এদিকে পাঁচবিবি উপজেলার হিলি-পাঁচবিবি মেইন রোডে কুটোহারা এলাকা থেকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাদ্দাম (২৮) নামে একজনকে আটক করে র‌্যাব। সাদ্দাম পাঁচবিবি উপজেলার বাগজানা কুটোহারা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

অপর আরেক অভিযানে ৫৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ রনি মিয়া (২৮) ও রবিন হোসেন (৩০) নামে দুজনকে আটক করে র‌্যাব। রনি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত দুলাল মন্ডলের ছেলে আর রবিন বগুড়ার কানচ গাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের জানান, জয়পুরহাট-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে। আসামীরা অনেক দিন থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও ফেন্সিডিল অবৈধ ভাবে পাচার করে দেশের বিভিন্ন জায়াগায় সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিল বলেও জানান তিনি।