জয়পুরহাটে ৪৮তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

এস.ডি সাগর, জয়পুরহাট প্রাতিনিধিঃ ১২ জানুয়ারী, জয়পুরহাট জেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ৪৮তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় জয়পুরহাট স্টেডিয়ামে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার সাহাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, পাঁচবিবি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা সহ আরো অনেকে। সমাপনী প্রতিযোগীতায় ৩৯টি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।