টস হেরে ফিল্ডিংয়ে রংপুর, দেখেনিন দুই দলের একাদশ

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।

ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। এদিকে রাজশাহী কিংসের একাদশে এসেছে এক পরিবর্তন। অন্যদিকে কোন পরিবর্তন না নিয়ে আগের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে রংপুর রাইডার্স।

দেখেনিন দুই দলের একাদশ-

রংপুর রাইডার্সের একাদশ: ক্রিস গেইল, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, এলেক্স হেলচ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

রাজশাহী কিংস একাদশ: লরি ইভান্স, সৌম্য সরকার, মোমিনুল হক, ফজলে মাহমুদ, কায়েস আহাম্মেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, জনসন চালর্স, মেহেদী হাসান মিরাজ, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান।