টানা চার হারে সাকিবের আক্ষেপ

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে আজ ঢাকা ডিনামাইটসকে ১১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থান ধরে রেখেছে ভাইকিংসরা। আর এর মধ্যদিয়ে টানা চার হারের স্বাদ পেল সাকিবের ঢাকা। আর ম্যাচ শেষে এর জন্য বেশ হতাশ ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিকে আজ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ভাইকিংস দলপতি মুশফিক। ২০ ওভারে ভাইকিংসের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৪। ইনিংসের ১৯তম ওভারের প্রথম ৩ বলে এই আসরের ৩য় হ্যাটট্রিকটি তুলে নেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এদিকে তাদের এই রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলীয় ১ রানে নারাইন ফিরে যান ব্যক্তিগত ০ রানে। এরপর থেকে নিয়িমিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। মাঝে অধিনায়ক সাকিব ফিফটি করে চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়ানোর।

নুরুল হাসান ও আন্দ্রে রাসেলও যথাক্রমে ৩৩ ও ৩৯ রানের দুটি ইনিংস খেলে চেষ্টা করেছিলেন ঢাকাকে টেনে তোলার। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতেই শেষ হয় ঢাকার ইনিংস। আবু জায়েদ ২৫ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। ম্যাচ সেরা নির্বাচিত হন ক্যামেরন ডেলপোর্ট।

এদিকে ম্যাচ শেষে সাকিব বলেন, ‘পরাজয় দলের জন্য বেশ হতাশাজনক। বোলিং এ আমরা ভাল করেছি এবং ভেবেছিলাম আমরা এই টার্গেট চেস করতে পারবো। তাদের দলে বোলারের সংকটও ছিল, তবুও তারা আমাদের আটকে দিতে পেরেছে।’

‘ব্যাটিং এর জন্য উইকেট ছিল খুব ভাল, তাই বেশ হতাশ। এটা খেলারই অংশ। আমরা নিয়মিত উইকেট হারিয়েছি এবং শেষ দিকে ভাল করতে পারিনি। টানা ৪ ম্যাচে হার (টুর্ণামেন্টে) সঠিক পথ নয়।’ এদিকে ১০ ম্যাচে সমান ৫ জয় ও ৫ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে ঢাকা। অন্যদিকে, ১১ ম্যাচে ৭ জয় ও ৪ পরাজয় নিয়ে ভাইকিংসের অবস্থান টেবিলের তৃতীয় স্থানে।