ঠাকুরগাঁও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প উদ্যোগে হতদরিদ্র শীতার্ত পরিবারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারী) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রশাসনের আয়োজনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোগে উপজেলা হলরুমে একশ হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও উপজেলা সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার প্রকল্পের আলাউল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের জিনিয়ার অফিসে রমজান আলী সহ সকল মাঠ সহকারী গণ উপস্থিত ছিলেন।