বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের সর্বশেষ ম্যাচে চিটাগাং ভাইকিংসকে হারিয়েছে ৭ উইকেটে। এই ম্যাচে ব্যাট হাতে ৫৪ রান করেন তামিম ইকবাল।
এই ৫৪ রান করে তামিম ইকবাল রানের দিক থেকে পেছনে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদকে। রিয়াদকে টপকে তিনি উঠে এসেছেন দুইয়ে।
বিপিএলে সব মিলিয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিল তামিম। তার আগে স্পর্শ করেছিল মুশফিক ও রিয়াদ।
প্রথম তারকা হিসেবে মাইলফলক স্পর্শ করেছিলেন রিয়াদ। এরপর যোগ দেন মুশফিক ও পরে যোগ দেন তামিম।
এরপর রিয়াদকে টপকে মুশফিক উঠে যান সবার উপরে। এবার রিয়াদকে আরও নিচে নামিয়ে দুইয়ে উঠে এলেন তামিম।
বিপিএলে মুশফিকের রান ১৭২৭। দুইয়ে উঠে আসা তামিমের রান ১৬২৯। তিনে থাকা রিয়াদের রান ১৬০৫।