থানায় অভিযোগ দিয়ে ফুল-মিষ্টি পেল ভিক্ষুক

আজ বুধবার ৩০ জানুয়ারি দুপুরে কুষ্টিয়ার মিরপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন প্রতিবন্ধী ও ভিক্ষুক সাবান মন্ডল। কিন্তু অভিযোগ দেয়ার আগেই পুলিশ কর্তারা তাকে ফুল-মিষ্টি হাতে তুলে দেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে তাকে ঐ উপহার দেয়া হয়। ওসি নিজ হাতে তাকে মিষ্টি মুখ করান।

জানা যায়, প্রতিবন্ধী সাবান মন্ডল মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকার মৃত আলেপ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গণমাধ্যমকে বলেন, ‘সাবান মন্ডল নামের একজন প্রতিবন্ধী ভিক্ষুক তার এলাকার হানিফ মোল্লার নিকট টাকা পান। হানিফ টাকা না দেয়ায় ঐ প্রতিবন্ধী ভিক্ষুক থানায় অভিযোগ করতে আসেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। আমরা চাই প্রত্যেক মানুষকে আইনি সেবা দিতে। তিনি একজন প্রতিবন্ধী ও ভিক্ষুক বলে আইনের সহায়তা পাবে না তা ঠিক না। তিনি অভিযোগ করতে আসায় তাকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সেই সাথে দ্রুত তার অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।’

এদিকে পুলিশের আচরণে মুগ্ধ হয়ে প্রতিবন্ধী সাবান মন্ডল বলেন, ‘পুলিশের কাছে আসলেই নাকি টাকা লাগে এমনটা আমি জানতাম। তবে অভিযোগ করতে গিয়ে আজ আমি পুলিশের পক্ষ থেকে ফুল ও মিষ্টি পেয়েছি। প্রতিবন্ধী ও একজন ভিক্ষুক হয়েও তারা আমাকে সম্মান করেছে। আমার অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে।’