দরগাহপুর ৮ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আশাশুনি উপজেলার দরগাহপুর যুব সমাজের উদ্যোগে ৮ দলীয় নক আউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ শেখ ওবায়দুল্লাহর আয়োজনে দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন জেলার ব্যাটমিন্টান (র‌্যাকেট) প্লেয়ারদের নিয়ে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শেখমিরাজ আলী। বিশেষ অতিথি ছিলেন তালা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এস এম আ:মজিদ।

আরও উপস্থিত ছিলেন পাইকগাছা খাদ্যগুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, দরগাহপুর জামে মসজিদের পেশ ইমাম, আলহাজ্ব মাও: শেখ আ: হান্নান, পুলিশ পরিদর্শক (অব:) শেখ নাজিম উদ্দীন, প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, শেখ আশিকুর রহমান আশিক, সাংবাদিক রবিউল ইসলাম, শেখ আসাদুজ্জামান মুকুল, শেখ আরাফাত, মাষ্টার (অব:) শেখ শফিয়ার রহমান, শেখ আকরাম উদ্দীন, আলহাজ্ব শেখ উকিল উদ্দীন, মাষ্টার নূর মোহম্মদ, প্রভাষক শেখ আইনুল হক, খালিদ হোসেন, শেখ রাজিব, শেখ মিরাজ আলী, শেখ শুভ, শেখ সিরাজুল, শেখ আরিফুর রহমান, শেকআ: আহাদ অলিদ প্রমূখ।

প্রতিযোগিতায় গুনাকরকাটি খোকন ও ফয়সাল চ্যাম্পিয়ন হয়। রানার আপ কচুয়ার সাব্বির ও শরিফ। সেরা প্লেয়ার নির্বাচিত হন কচুয়া দলের সাব্বির হোসেন।