মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর পুইঁয়া মডেল উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাথে স্কুলটির সততা স্টরের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় নজিপুর পুইঁয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সামসুর রহমান চৌধুরী বুলবুল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব তছলিম উদ্দীন মিঞা, বাবু অজিত কুমার রায়, মাওলানা খয়বর আলী, সুধীর তির্কী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এসময় সততা স্টরের শিক্ষার্থীরা সততা স্টরের নানাবিধ সুফল দূর্নীতি প্রতিরোধ কমিটির কাছে তুলে ধরেন।